ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. জাহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত জাহিদুল টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দি এলাকায় মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি বগুড়ায় একটি ফার্মে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৫নং ব্রিজের কাছে চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, জাহিদুল সকালে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে টাঙ্গাইল আসার
সময় মহাসড়কের চরভাবলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মো. লিটন
মিয়া যুগান্তরকে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৫নং ব্রিজের কাছে চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, জাহিদুল সকালে মোটরসাইকেলযোগে বগুড়া থেকে টাঙ্গাইল আসার
সময় মহাসড়কের চরভাবলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হন।