ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে সারাদেশে ৩ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরমধ্যে উপকূলীয় তিন বিভাগে (খুলনা, বরিশাল ও চট্টগ্রাম)
অতিভারী বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য ওই তিন বিভাগে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১০ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘
অশনি’ বাংলাদেশের স্থলভাগ থেকে এখনও এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের
প্রভাবে বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে
এক হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৫৫ কিলোমিটার
দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘অশনি’।
অতিভারী বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। এজন্য ওই তিন বিভাগে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১০ মে) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘
অশনি’ বাংলাদেশের স্থলভাগ থেকে এখনও এক হাজার কিলোমিটার দূরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের