অর্থনৈতিক সঙ্কট নিয়ে দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে নানা টালবাহানার পর গতকাল পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তবে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ
করলেও তিনি কখনই দেশ ছেড়ে পালাবেন না বলে জানিয়েছে তার ছেলে ও পার্লামেন্ট সদস্য নমাল রাজাপাকসে।
নমাল জানিয়েছেন, ক্ষমতা ছেড়ে দেওয়ার দাবিতে কয়েক সপ্তাহের বিক্ষোভ সত্ত্বেও রাজাপাকসে পরিবারের শ্রীলঙ্কা ছাড়ার
কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘আমরা চলে যাচ্ছি এমন অনেক গুজব রয়েছে। আমরা দেশ ছাড়ব না।’
নমাল জানান, তার বাবা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও একজন আইন প্রণেতা হিসাবে পদত্যাগ করবেন না এবং তার উত্তরসূরি নির্বাচনের জন্য সক্রিয় ভূমিকা পালন করতে চান।
এর আগে গত সোমবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন মাহিন্দা রাজাপাকসে। সন্ধ্যার দিকে বিক্ষোভকারীরা কলম্বো থেকে প্রায়
২৫০ কিলোমিটার দূরে হাম্বানটোটায় রাজাপাকসে পরিবারের পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেয়।কারফিউ জারি করেও
নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বর্পতমান রিস্থিতি। বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলছে।
কয়েকজন এমপি এবং সাবেক মন্ত্রীর বাড়িতেও আগুন দেয় বিক্ষোভকারীরা। সংঘর্ষে এ পর্যন্ত আট জন
নিহত ও দুই শতাধিক আহত হয়েছে। তারা কলম্বোতে প্রধানমন্ত্রীর বাসভবন টেম্পল ট্রিসে হামলার পর মাহিন্দাকে
ত্রিঙ্কোমালিতে নৌবাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। নমাল পাকসে বলেন, ‘আমার বাবা নিরাপদে আছেন, তিনি নিরাপদ স্থানে আছেন।’