কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের এক মাস আগেই সেখানে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ১৫ মে রোববার থেকে ওই নির্বাচনী এলাকায় ‘শান্তি শৃঙ্খলা বজায়’ রাখতে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে।
এর আগে বৃহস্পতিবার থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন সেখানে।
মঙ্গলবার কমিশন সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে ইসির যুগ্ম সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা সিটি নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর পাশাপাশি ১৫ মে থেকে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে আগামী বৃহস্পতিবার (১২ মে) থেকে
তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও মোতায়েন করা হবে। মঙ্গলবার কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়।’
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৫ এপ্রিল ইসির ঘোষিত তফসিল অনুযায়ী,
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় আগামী ১৭ মে পর্যন্ত। বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। ইভিএমে হবে এই নির্বাচন।
এদিকে কুমিল্লা সিটির সঙ্গে একই দিনে দেশের আরও ১৩৫ ইউনিয়ন, ছয় পৌরসভা ও এক উপজেলায়ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নতুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের এটিই প্রথম নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে। এই কমিশন ভোটে সব দলের অংশগ্রহণ চায়।