নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার আরও লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়ি-বাড়িতে
হামলা ও থানায় আশ্রয় নেওয়ার পর গ্রেপ্তার দেখানোর ঘটনায় নিন্দা জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ড. রেদোয়ান আহমেদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আবারো
প্রমাণিত হলো দেশে এখন ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন চলছে।
গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে।
তিনি বলেন, নিজেদের অস্তিত্বের প্রশ্নে সরকার আরও লাগামহীন ও বেপরোয়া হয়ে উঠেছে।
আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ আরও কতটা ভয়ঙ্কর রুপ ধারণ করবে তা এ ধরণের হামলার মধ্য দিয়ে বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে।
এ সময় ড. রেদোয়ানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।
কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়ি-বাড়িতে
হামলা ও থানায় আশ্রয় নেওয়ার পর গ্রেপ্তার দেখানোর ঘটনায় নিন্দা জানিয়ে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ড. রেদোয়ান আহমেদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আবারো
প্রমাণিত হলো দেশে এখন ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন চলছে।