ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেলের একটি ওয়ার্কশপ আগুনে পুড়ে গেছে।
শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার কালিকচ্ছ এলাকার ওই ওয়ার্কশপটিতে আগুন লাগে।
ওয়ার্কশপের মালিক কাউছার আহমেদ জানান, ঈদ উপলক্ষে পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
রাতে খবর পান ওয়ার্কশপে আগুন লেগেছে। সেখান থেকে এসে
দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, তার দোকানে কেউ আগুন লাগিয়েছেন। আগুনে ওয়ার্কশপে থাকা সচল পাঁচটি মোটরসাইকেল,
দুটি জেনারেটর ও মোটরসাইকেল ওয়াশ করার মেশিন পুড়ে গেছে। এতে তার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
সরাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ জানান,
খবর পেয়ে তারা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার কালিকচ্ছ এলাকার ওই ওয়ার্কশপটিতে আগুন লাগে।
ওয়ার্কশপের মালিক কাউছার আহমেদ জানান, ঈদ উপলক্ষে পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
রাতে খবর পান ওয়ার্কশপে আগুন লেগেছে। সেখান থেকে এসে
দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।