কবর দেওয়ার আড়াই বছর পর আব্দুল ওহিদ নামে এক বীর মুক্তিযোদ্ধার লাশ উত্তোলন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ নভেম্বর নারুই বাজারে তুচ্ছ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল
ওহিদের সঙ্গে তার ভাতিজা আবু হানিফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল ওহিদ স্ট্রোক করে মারা যান।
এ ঘটনায় গত বছরের ৭ সেপ্টেম্বর আব্দুল ওহিদের স্ত্রী হোসনা আরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা করেন।
আদালত মামলা পর্যালোচনা করে লাশ উত্তোলনের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের নেতৃত্বে ওহিদের লাশ উত্তোলন করা হয়।
কাইতলা উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাছির বলেন, আদালতের নির্দেশে মুক্তিযোদ্ধার লাশ উত্তোলন করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন বলেন, আদালতের নির্দেশে স্থানীয় লোকজনের উপস্থিতিতে
মুক্তিযোদ্ধা আব্দুল ওহিদের লাশ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৭ নভেম্বর নারুই বাজারে তুচ্ছ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল
ওহিদের সঙ্গে তার ভাতিজা আবু হানিফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল ওহিদ স্ট্রোক করে মারা যান।
এ ঘটনায় গত বছরের ৭ সেপ্টেম্বর আব্দুল ওহিদের স্ত্রী হোসনা আরা বেগম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা করেন।
আদালত মামলা পর্যালোচনা করে লাশ উত্তোলনের নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে