ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি আজ শনিবার ( ৭ মে) আছরের
নামাজের পর রাজধানীর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হবে।শুক্রবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ কথা জানানো হয়।
মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার
জন্য শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এছাড়া পরিবারের পক্ষ থেকে সবাইকে কুলখানি ও দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিত।
মৃত্যুকালে বর্ষীয়ান এ রাজনীতিকের বয়স হয়েছিল ৮৮ বছর। ১ মে দুপুর ২টা ১০ মিনিটে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে জানাজা
শেষে তাকে রায়নগর এলাকায় মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়। জানাজায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও দলীয়
নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। বিশিষ্ট অর্থনীতিবিদ মুহিত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একাধারে লেখক,
কূটনীতিক ও গবেষক হিসেবেও পরিচিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে মি. মুহিতই সবচেয়ে বেশি সময় যাবত অর্থমন্ত্রী ছিলেন।
নামাজের পর রাজধানীর গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) অনুষ্ঠিত হবে।শুক্রবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ কথা জানানো হয়।
মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করার
জন্য শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এছাড়া পরিবারের পক্ষ থেকে সবাইকে কুলখানি ও দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিত।