কুষ্টিয়ার খোকসা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৪ মে) দুপুর পৌনে ২টায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ফলিমারা গ্রামের ফিরোজ মণ্ডল (৩২) ও সামিরুল (১২)। তারা দুজন সম্পর্কে আপন ভাই।
জানা গেছে, ঈদ উপলক্ষে সিএনজি করে মামা বাড়ি কুমারখালী যাচ্ছিলেন নিহত দুজন।
এ সময় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার পাইকপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপভ্যান সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় সিএনজি’র আরও দুই যাত্রী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ফলিমারা গ্রামের ফিরোজ মণ্ডল (৩২) ও সামিরুল (১২)। তারা দুজন সম্পর্কে আপন ভাই।
জানা গেছে, ঈদ উপলক্ষে সিএনজি করে মামা বাড়ি কুমারখালী যাচ্ছিলেন নিহত দুজন।
এ সময় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার পাইকপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপভ্যান সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় সিএনজি’র আরও দুই যাত্রী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।