টানা ১৫ দিন ধরে প্যান্ডেল তৈরি ও শামিয়ানা দিয়ে ঘিরে সাজানো হয়েছিল রাজশাহীর শাহ মখদম কেন্দ্রীয় ঈদগাহ ময়দান।
আসন্ন ঈদ উপলক্ষে গত পরশু শেষ হয়েছিল সাজসজ্জার কাজ। কিন্তু রোববার (১ মে)
রাতে আধাঘণ্টার ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ। আবারও পুনঃনির্মাণের কাজ চলছে।
সোমবার (২ মে) সকালে মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে এ চিত্র দেখা যায়।
রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ নগরীর ৩০টি ওয়ার্ডে ঈদগাহ ময়দানের প্যান্ডেলও ঝড়ে লন্ডভন্ড হয়েছে।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সাজসজ্জার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার ইলিয়াস আহম্মেদ জাগো নিউজকে বলেন,
‘গতকালই প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছিল। কিন্তু ঝড়ের কারণে বাঁশের সঙ্গে টাঙানো শামিয়ানা ছিঁড়ে চলে গেছে।
কিছু বাঁশ পড়ে গিয়েছিল, সেগুলো ঠিক করা হয়েছে। তবে মূল প্যান্ডেলের কোনো ক্ষতি হয়নি।’
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ইমাম মুফতি শাহাদাত আলী জাগো নিউজকে বলেন, মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় ঈদের
জামাত অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে সারারাত তারা কাজ করার সুযোগ পাবেন। আশা করছি তারা এ সময়ের মধ্যেই কাজ সেরে ফেলতে পারবেন।
তিনি আরও বলেন, ‘যদি আবহাওয়াজনিত কোনো ধরনের সমস্যা বা বিপর্যয় দেখা
দেয় তাহলে বিকল্প হিসেবে হযরত শাহমখদুম (রহ.) দরগা শরীফ মসজিদে কয়েক দফায় জামাত হবে।’
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের তদারকির দায়িত্বে থাকা রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন,
ঝড়ে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ নগরীর অন্যান্য ঈদগাহ ময়দানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি মাথায়
রেখে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন আজ রাতেই সবকিছু ঠিকঠাক করে দেন।
সোমবার (২ মে) সকালে মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে এ চিত্র দেখা যায়।
রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ নগরীর ৩০টি ওয়ার্ডে ঈদগাহ ময়দানের প্যান্ডেলও ঝড়ে লন্ডভন্ড হয়েছে।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সাজসজ্জার দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার ইলিয়াস আহম্মেদ জাগো নিউজকে বলেন,
‘গতকালই প্রায় ৯০ ভাগ কাজ শেষ হয়েছিল। কিন্তু ঝড়ের কারণে বাঁশের সঙ্গে টাঙানো শামিয়ানা ছিঁড়ে চলে গেছে।
কিছু বাঁশ পড়ে গিয়েছিল, সেগুলো ঠিক করা হয়েছে। তবে মূল প্যান্ডেলের কোনো ক্ষতি হয়নি।’