নাটোরের গুরুদাসপুরে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে ধান বোঝাই শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাকায় পিষ্ট হয়ে
হাছেন শেখ (৬৭) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বালসা পূর্বপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন জানান, হাছেন শেখ তার এক আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বালসা পূর্বপাড়ায়
পৌঁছালে বেপরোয়া গতির গাড়িটির চাকায় পিষ্ট হয়ে ক্ষতবিক্ষত হয় তার শরীর। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অবৈধ গাড়িটি জব্দ করা হয়েছে। কিন্তু গাড়ির চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
হাছেন শেখ (৬৭) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নের বালসা পূর্বপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন জানান, হাছেন শেখ তার এক আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে বালসা পূর্বপাড়ায়
পৌঁছালে বেপরোয়া গতির গাড়িটির চাকায় পিষ্ট হয়ে ক্ষতবিক্ষত হয় তার শরীর। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।