বাগেরহাটের শরণখোলায় গাছবোঝাই শ্যালো ইঞ্জিন চালিত নছিমন উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন।
এসময় নছিমনে থাকা অপর দুজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। সোমবার ( ২ মে) বেলা ১২ টার দিকে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের পুলিন বৈদ্যের বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যাক্তির নাম রফিকুল ইসলাম (৩০)। সে উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ি এলাকার নূরু শাহর ছেলে।
আহত দু’জন হলেন, রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত হারেজ শরীফের পুত্র মামুন শরীফ (৩০) এবং উত্তর রাজাপুর
গ্রামের তুজম্বার গাজীর ছেলে লাভলু গাজী (৪০)। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে তিন শ্রমিক উত্তর রাজাপুর বটতলা থেকে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে গাছবোঝাই
করে হোগলপাতি এলাকায় ‘স’ মিলে নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিন বৈদ্যর বাড়ির সন্নিকটে পৌছলে গাছবোঝাই নছিমনটির সামনের
চাকা পাঞ্চার হলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে গেলে চালক রফিকুল গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ডালিম হোসেন মাঝি মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শরণখোলা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, নিহত রফিকুলের মরদেহ তার পরিবার বাড়িতে নিয়ে গেছে।
ঘটনাস্থলে এবং ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত ব্যাক্তির নাম রফিকুল ইসলাম (৩০)। সে উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ি এলাকার নূরু শাহর ছেলে।
আহত দু’জন হলেন, রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের মৃত হারেজ শরীফের পুত্র মামুন শরীফ (৩০) এবং উত্তর রাজাপুর
গ্রামের তুজম্বার গাজীর ছেলে লাভলু গাজী (৪০)। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে তিন শ্রমিক উত্তর রাজাপুর বটতলা থেকে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনে গাছবোঝাই
করে হোগলপাতি এলাকায় ‘স’ মিলে নিয়ে যাচ্ছিলেন। পথে পুলিন বৈদ্যর বাড়ির সন্নিকটে পৌছলে গাছবোঝাই নছিমনটির সামনের