ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় এতিম ও অসহায় শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা এতিম ও দুস্থ পুনর্বাসন কেন্দ্রের অর্ধশতাধিক
এতিম ও অসহায় শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। পোশাক পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে শিশুরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে শিশুদের জন্য নতুন পাঞ্জাবি-পায়জামা,
সেলোয়ার কামিজ, স্কার্ট ও ফ্রক কেনা হয়। এরপর তিনি নিজ হাতে এসব পোশাক এতিমদের হাতে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এতিমখানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন হাওলাদার,
সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই ব্যাপারী, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান বাদশাসহ স্থানীয়রা।
এতিম ও দুস্থ পুনর্বাসন কেন্দ্রের শিশুরা জানায়, তাদের খুব ভালো লাগছে।
খুব আনন্দ লাগছে। ঈদের দিন নতুন জামা পড়ে তারা ঘুরতে বের হবে। তাদের অনেক মজা হবে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা এতিম ও দুস্থ পুনর্বাসন কেন্দ্রের অর্ধশতাধিক
এতিম ও অসহায় শিশুর মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়। পোশাক পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে শিশুরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাসের ব্যক্তিগত উদ্যোগে শিশুদের জন্য নতুন পাঞ্জাবি-পায়জামা,
সেলোয়ার কামিজ, স্কার্ট ও ফ্রক কেনা হয়। এরপর তিনি নিজ হাতে এসব পোশাক এতিমদের হাতে তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- এতিমখানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন হাওলাদার,