রাজবাড়ীর পাংশায় শনিবার (৩০ এপ্রিল) ট্রাক ও মাইক্রোর মূখোমূখি সংঘর্ষে
মাহাবুবুর রহমান (৩৬) নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া মহা সড়কে
উপজেলার বাবুপাড়া ইউপির আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুবুর রহমান শিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
পাংশা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীদের সুত্রে জানা যায়, কুষ্টিয়াগামী তরমুজবাহী (ঢাকা মেট্রো ট- ২২-৩৪ ৪৩) ট্রাকটি
মহাসড়কের (পাংশা আমতলা) রাস্তার বাঁক অতিক্রমকালে রাজবাড়ী মূখি (ঢাকা মেট্রো গ- ২৬- ৭৯ ৫৩) প্রাইভেট
কারটির সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার দুপাশে ছিটকে পড়ে।
এ সময় ঘটনাস্থলেই প্রাইভেট কার চালকের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
সংবাদ পেয়ে পাংশা মডেল থানা ও পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
লাশ হাইওয়ে থানা পুলিশ নিজ হেফাজতে নিয়েছেন। হাইওয়ে থানার এসআই
জুয়েল রানা বলেন লাশের পরিবারের সংবাদ দেওয়া হয়েছে লাশ এখন রাজবাড়ীর মর্গে প্রেরণ করা হবে।
নিহত মাহাবুবুর রহমান শিরাজগঞ্জ সদর উপজেলার আমলাপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
পাংশা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীদের সুত্রে জানা যায়, কুষ্টিয়াগামী তরমুজবাহী (ঢাকা মেট্রো ট- ২২-৩৪ ৪৩) ট্রাকটি
মহাসড়কের (পাংশা আমতলা) রাস্তার বাঁক অতিক্রমকালে রাজবাড়ী মূখি (ঢাকা মেট্রো গ- ২৬- ৭৯ ৫৩) প্রাইভেট
কারটির সাথে মূখোমূখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার দুপাশে ছিটকে পড়ে।