র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকার এখন ভারতের কাছে সাহায্য চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা ভারতের সহযোগিতা চেয়েছি।
এমনকি সংশ্লিষ্ট প্রবাসীদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এতেই বোঝা যায় পররাষ্ট্রনীতি ও সরকার কতটুকু অযোগ্য, ব্যর্থ হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অন্যের সহযোগিতা চাইতে পারে।
নিউমার্কেটে সংঘর্ষের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সংঘর্ষে ছাত্রলীগ জড়িত থাকার বিষয়টি প্রমাণিত, তারপরও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
ফখরুল বলেন, দেশ বাঁচাতে মানুষকে জাগিয়ে তুলতে হবে। আন্দোলনে নামতে হবে। দেশের মানুষ যুবসমাজের দিকে তাকিয়ে আছে।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে যুবদল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা ভারতের সহযোগিতা চেয়েছি।
এমনকি সংশ্লিষ্ট প্রবাসীদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এতেই বোঝা যায় পররাষ্ট্রনীতি ও সরকার কতটুকু অযোগ্য, ব্যর্থ হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারে অন্যের সহযোগিতা চাইতে পারে।
নিউমার্কেটে সংঘর্ষের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সংঘর্ষে ছাত্রলীগ জড়িত থাকার বিষয়টি প্রমাণিত, তারপরও বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।