ময়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের আগমুশুল্লি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার মুশুল্লি ইউনিয়নের আগমুশুল্লি গ্রামের সুকেন মিয়ার ছেলে সজিব
মিয়া (১৫) ও টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা এলাকার মৃত আদম মিয়ার ছেলে ইব্রাহিম খলিল (৪৫)।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন সজিব মিয়া।
আগমুশুল্লি এলাকায় যেতেই বিপরীত দিকে থেকে আসা ইব্রাহিম খলিলের মোটরসাকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সজিব মিয়া রাস্তায় ছিটকে পড়লে একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম খলিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে তিনিও মারা যান।
ওসি মাসুদ খান জানান, সজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মিয়া (১৫) ও টাঙ্গাইলের ব্রাহ্মণখোলা এলাকার মৃত আদম মিয়ার ছেলে ইব্রাহিম খলিল (৪৫)।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলযোগে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন সজিব মিয়া।
আগমুশুল্লি এলাকায় যেতেই বিপরীত দিকে থেকে আসা ইব্রাহিম খলিলের মোটরসাকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।