ঢাকার ঐতিহ্যবাহী বস্ত্রবাজার নিউমার্কেট এলাকা বেচাকেনায় ইতিমধ্যে জমে উঠেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেট এলাকার
ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় কিছুটা হতাশ হয়ে পড়েছিল ব্যবসায়ীরা। প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক লাভের আশা ব্যাবসায়ীদের। বিশেষ করে দেশের মধ্যবিত্ত শ্রেণির মানুষদের কাছে নিউমার্কেট এলাকা খুবই জনপ্রিয়।
সরেজমিনে দেখা যায়, চারিদিকে ক্রেতাদের আগমনে ভরে উঠেছে নিউমার্কেট এলাকা। এসময় বিডি২৪লাইভ’র সাথে কথা হয় এক ব্যবসায়ীর।
তিনি বলেন, আমাদের এখানে কোন ক্রেতা সংকট নাই। আমরা ভেবেছিলাম ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার পরে হয়তো আমরা ক্রেতা সংকটে পড়বো।
এখানের পরিবেশ অনেক ভালো ক্রেতারা আসছেন দেখছেন এবং কিনছেন। এখন পর্যন্ত আমাদের বেচাকেনার অবস্থা খুবই ভালো তবে, আশা করছি ঈদের আগ মুহূর্তে বেচাকেনার গতি আরও বাড়বে।
তিনি আরও বলেন, আশা করছি প্রতিবছরের ন্যায় এবারও আমাদের ব্যবসা লাভজনক হবে। নিউমার্কেট এলাকাকায় এখন কোন অস্থিরতা নাই।
তাই, ক্রেতাদের প্রতি আমাদের প্রত্যাশা কোণ গুজবে কান না দিয়ে আপনারা সবাই আসুন।
মোহাম্মদপুর থেকে মিতু আক্তর নামে এক ক্রেতা বিডি২৪লাইভকে বলেন, আমি পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করতে এসেছি।
তুলনা মূলক ভবে দাম নাগালের মধ্যে রয়েছে। কয়েকদিন নিউমার্কেট এলাকা বন্ধ থাকার কারনে এখন ভিড় বেশি।
গাউছিয়া মার্কেটের এক পাইকারি ব্যবসায়ী বিডি২৪লাইভকে বলেন, ‘বিগত কয়েক বছর দেশে করোনায় পরিস্থিতি খারাপ ছিল।
ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসতে পারেনি। তবে এ বছর শবেবরাতের পর থেকে পাইকার নামতে শুরু করেছে। বেচাকেনা এবার খুব ভালো।
বিগত বছরগুলোতে লোকসান হলেও আশা করছি ভালো বেচাকেনায় এ বছর বিগত বছরের লোকসান কাটিয়ে উঠতে পারব।’
ইষ্টান মল্লিকার এক ব্যবসায়ী বলেন, এ বছর বেচাকেনা ভালো। আশা করছি এ বছর ব্যবসায়ীরা বিগত বছরগুলোর লস কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারবো।
আমরা আশা করি এবারের ঈদে ক্রেতারা যেমন সস্তা ও আয়ের মধ্যে কিনতে পারছেন আমরাও বিক্রিতে বেশ লাভবান হতে পারবো।