নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অফিসে সন্ত্রাসী হামলায় তিনজন বাস মালিক আহত হওয়ার ঘটনায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে
আগামী ২৭ এপ্রিল থেকে সকল রুটে বাস ধর্মঘটের ডাক দিয়েছে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতি।
গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেন সমিতির আহবায়ক প্রশান্ত কুমার পোদ্দার।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ এপ্রিল সমতির নিজম্ব কার্যালয়ে প্রবেশ করে সন্ত্রাসীরা তিনজন বাস মালিককে আহত করেছে।
এই ঘটনায় থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
বাকি আসামিদের আগামী ২৬ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার এবং এর সঙ্গে কারা কারা জড়িত তাদের খুঁজে বের করা না হলে ২৭ এপ্রিল
থেকে নাটোর জেলার সকল রুটে বাস ধর্মঘট চলবে। ভোর ৬টা থেকে অনির্দিষ্টকাল এই ধর্মঘট শুরু হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।