শরীয়তপুরে একটি বাড়িতে গেট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে শরীয়তপুর শহরের তুলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম ইমন মুন্সি (২০)। সে শরীয়তপুর সদরের পালং ইউনিয়নে চাঁদসার গ্রামের উজ্জ্বল মুন্সির ছেলে।
আহতরা হলেন-ওই গ্রামের শামসুল হক তালুকদারের ছেলে শামীম তালুকদার (২৭) ও আড়িগাঁও গ্রামের খলিল হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে তুলাসার এলাকায় একটি বাড়িতে এসএসের গেট লাগাতে যান ওই তিনজন।
সেখানে তারা বিদ্যুতায়িত হন। খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন তাদের উদ্ধার করেন।
শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ইমন, শামীম ও বিল্লাল কোন বাড়িতে কাজ করছিলেন,
তা জানা যায়নি। ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত শামীম ও বিল্লাল হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে তুলাসার এলাকায় একটি বাড়িতে এসএসের গেট লাগাতে যান ওই তিনজন।
সেখানে তারা বিদ্যুতায়িত হন। খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজন তাদের উদ্ধার করেন।
শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ইমন, শামীম ও বিল্লাল কোন বাড়িতে কাজ করছিলেন,