নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ তিন শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২২ এপিল) বিকেল ৪টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), আবদুল কুদ্দুছের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মান্নানের ছেলে দেলোয়ার (১৫)।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে চালকসহ তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- তমরদ্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মালেকের ছেলে বেলাল হোসেন (২৬), আবদুল কুদ্দুছের ছেলে মো. রুবেল (২৫) ও আবদুল মান্নানের ছেলে দেলোয়ার (১৫)।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাওয়ার টিলার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে চালকসহ তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।