ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের বাস জয়পুরা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি হয়ে উল্টে গিয়ে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়।
এতে প্রাইভেটকার চালকসহ বাসের অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে ঢাকার ধামরাইয়ে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হানিফ পরিবহনের একটি বাস জয়পুরা এলাকায়
এলে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি হয়ে উল্টে গিয়ে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়। এতে প্রাইভেকারের চালক গুরুতর আহত হন।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, গুরুতর আহত একজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
এছাড়াও আরো ১০-১২ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনাটি পরিবহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে।
প্রাথমিকভাবে জানা গেছে সড়ক উন্নয়ন কাজের জন্য ৪ ইঞ্চি করে যে গর্ত করা হয়েছে, সেখানে চাকা পড়েই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটেছে।
এলে নিয়ন্ত্রণ হারিয়ে আড়াআড়ি হয়ে উল্টে গিয়ে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকারের ওপরে উঠে যায়। এতে প্রাইভেকারের চালক গুরুতর আহত হন।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, গুরুতর আহত একজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
এছাড়াও আরো ১০-১২ জন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনাটি পরিবহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে ঘটেছে।