ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার (২০ মার্চ) বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সেইসাথে দোষীদের উপযুক্ত বিচারের আওতায় আনার আহ্বান করে।
মানববন্ধনে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘কিছু মানুষ আছে যারা কোনো কিছু হলেই ছাত্রদের ওপর হামলা করে।
শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও পৃষ্ঠপোষককারীদের চিহ্নিত করা জরুরি।
এই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।’
এসময় জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
যারা এই হামলার সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে।’
মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সেইসাথে দোষীদের উপযুক্ত বিচারের আওতায় আনার আহ্বান করে।
মানববন্ধনে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘কিছু মানুষ আছে যারা কোনো কিছু হলেই ছাত্রদের ওপর হামলা করে।
শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও পৃষ্ঠপোষককারীদের চিহ্নিত করা জরুরি।
এই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।’