মীরসরাইয়ের করেরহাট-ছাগলনাইয়া সড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শুভপুর ব্রিজের রেলিং ভেঙ্গে একটি ড্রামট্রাক ফেনী নদীতে পড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সন্ধ্যায় গৌধুলী লগ্নে এই ঘটনা ঘটে। এসময় ট্রাকচালক ও হেলপার আহত হন।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার এসআই কামরুল বলেন, সড়কের এই অংশ হাইওয়ে পুলিশের অধীনে সঠিক তথ্য ওনারা জানাতে পারবেন।
আবার জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক শারফুদ্দিন বলেন, পুরাতন সড়কটি থানার অধীনে ওনারাই তথ্য অবগত থাকবেন।
এদিকে এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ধ্বসের মুখে পড়েছে ফেনী নদীর উপর স্থাপিত ৬৬ বছরের পুরনো ঐতিহ্যবাহী শুভপুর ব্রিজ, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মুক্তিযুদ্ধের নীরব সাক্ষী এ ব্রিজটি।
ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর এলাকায় ফেনী নদীর উপর এ ব্রিজের অবস্থান।
জানা গেছে, ১৯৫২ সালে ব্রিটিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী ব্রিজটি নির্মাণ করা হয়। সংস্কারবিহীন এই সেতুটি অনেক আগে থেকেই মেয়াদ উত্তির্ণ। কেউ এই ব্রিজের সংস্কারে এগিয়ে আসছে না।