মাধুরী দীক্ষিতের পরিচয় সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তিনি বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন। অভিনয় দক্ষতা, মোহনীয় ভঙ্গিমা, মিষ্টি হাসি আর নাচ– ভক্তদের মনে জায়গা করে নিয়ে অভিনেত্রীর বেগ পেতে হয়নি একটুও।
তবে নাচের দক্ষতার জন্য বলিপাড়ায় মাধুরীর একটু বেশিই কদর। এবার ভুবন বাদ্যকরের ভাইরাল কাঁচা বাদাম গানের সঙ্গে পা মেলালেন বলিউডের এই এক্সপ্রেশন কুইন। তবে তিনি একা নয়, তার সঙ্গে ছিলেন আরেক বলি তারকা রীতেশ দেশমুখ।
নিজের সিগনেচার স্টেপে নেচেছেন মাধুরী। নিজের ইনস্টাগ্রামে ওই নাচের ভিডিও পোস্ট করে লেখেন, দারুণ এনজয় করেছি এই গান, তাই না রীতেশ? এরপর রীতেশকে তার সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি মাধুরী।
একে ভুবন বাদ্যকরের ভাইরাল গান, তার উপর আবার বলিউড ড্যান্সকুইনের সিগনেচার স্টেপ–স্বাভাবিকভাবেই মাধুরীর ওই নাচের ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।