মোটরসাইকেলে করে মাকে নিয়ে বাড়ি ফিরছিলেন ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের বাসিন্দা ইয়ামিন হোসেন (২২)। তবে মাকে নিয়ে আর বাড়ি ফেরা হয়নি। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।
শুক্রবার (১ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন হোসেন উপজেলার জয়নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালে ইয়ামিন হোসেনের মা ঢাকা থেকে লঞ্চে করে ভোলায় আসেন। পরে ইয়ামিন তার মাকে নিয়ে ভোলা খেয়াঘাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মাদরাসা বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ইয়ামিন মারাত্মক আহত হন। এসময় তার মাও আহত হন। পরে স্থানায়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।