জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুশাসনের চাবুকে এই দুর্নীতির সিন্ডিকেটকে শায়েস্তা করা দরকার। জঙ্গি দমনে আমরা যেমন কোন ছাড় দেয়নি, ঠিক তেমনি সুশাসনের চাবুক হাতে দুর্নীতিবাজদের বাজার সিন্ডিকেটকে শায়েস্তা করার মধ্যদিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব। দ্রব্যমূল্যের এই উঠানামাটা অনেকটা বাজারে ভুতের আছরের মতো। এটা অত্যন্ত দুঃখজনক। সরকার দ্রব্যমূল্যের কারসাজির ঘটনা মোকাবেলায় প্রশাসনিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র ও চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের কিছু সমস্যা ও ঘাটতির কারণে ফাঁকফোকর দিয়ে এক শ্রেণির অসাধু মজুদদার মুনাফাখোর দুর্নীতির সিন্ডিকেট করে নিত্যপণ্যের দামের উঠানামা অস্বাভাবিক করেছে। এটা ব্যবসা না, এটা অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটের লুট এবং দিনে দুপুরে ডাকাতি। বাজারের অসৎ দুর্নীতিবাজ সিন্ডিকেট তারা একদিকে শেখ হাসিনার সরকারের বদনাম করাচ্ছে আরেকদিকে জনগণের পেটে লাথি মারছে।
জাসদ সভাপতি বলেন, শুধু অর্থনৈতিক এবং প্রশাসনিক পদক্ষেপ নিলেই হবে না। এই বাজার সিন্ডিকেটের শায়েস্তা করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ।
বিএনপি নেতাদের আন্দোলন প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, সরকারের সমালোচনা করা ভালো কথা কিন্তু একজন চিহ্নিত সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজকে মুক্ত করার আন্দোলনটা দেশের আইনের শাসনের প্রতি একটা চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। যারা আইনের শাসনই বিশ্বাস করে না, তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।
তিনি বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা জনগণের সমস্যা নিয়ে কথা বলুন। আইনের শাসন নিয়ে কথা বলুন। কিন্তু যারা আইন লঙ্ঘন করে চুরি করেছে, মানুষ খুন করেছে, সম্পদ পাচার করেছে, সেইসব নেতা নেত্রীদের মুক্ত করার আন্দোলনটা কার্যত চোর ডাকাতের আন্দোলনে পরিণত হবে।
এ সময় মিরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল কাদের, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলিসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।