দেশের চাকররা মালিক হয়ে ক্ষমতায় বসে থাকায় সর্বত্র অব্যবস্থাপনা বিরাজ করছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, দেশে খাদ্য সংকটে মানুষ দিশেহারা; আর সরকার বিদেশি শিল্পী এনে গান বাজনা করছে। এতো খারাপ সময় আগে কখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করেন, এক কোটি ফ্যামিলি কার্ড বিতরণেও অনিয়ম করেছে সরকার। কেবল দলীয় লোকদের কার্ড দেয়া হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।