রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সহধর্মিণী (ফার্স্ট লেডি) রাশিদা খানম বলেছেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদেরকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে।
তিনি বুধবার দুপুরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে সরকারি রোটারি কলেজের নবনির্মিত ‘ফার্স্ট লেডি রাশিদা হামিদ ছাত্রী নিবাস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলছিলেন।
মেয়েদের শিক্ষার উন্নয়নে সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, এর ফলে দেশে নারী শিক্ষার হার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। মেয়েরা শিক্ষা, দীক্ষা, সামাজিক ,সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে।
নারীরা নিজেদেরকে আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশকে নেতৃত্ব দিবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতিপুত্র স্থানীয় এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।