চাল-ডাল-তেল-গ্যাস-নির্মাণ সামগ্রীসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ইমারত নির্মাণ শ্রমিকদের সারা বছর কাজের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন।
মানববন্ধনে বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, সম্পাদক মো. আলাউদ্দিন মোল্লাসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি আলম খান বলেন, বর্তমানে শ্রমজীবী মানুষজন অতিকষ্টে দিনাতিপাত করছেন। নির্মাণ শ্রমিকসহ সব ধরনের শ্রমজীবী মানুষের অনেকেরই কাজ নেই। তারপরও চাল, ডাল, তেল, সবজিসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের হঠাৎ ঊর্ধ্বগতি এবং ইট, বালু, রড, সিমেন্ট, লৌহজাত সামগ্রীসহ সব নির্মাণ সামগ্রীর মূল্য ক্রমবর্ধমান হওয়ায় শ্রমিক-মালিকরা চরম সংকটে রয়েছে।
এমতাবস্থায় সব শ্রেণির শ্রমিকের জীবনে সৃষ্টি করেছে এক দুর্বিষহ অবস্থা।