দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে বরিশালে পৃথক প্রতীকী অনশন করেছে বিএনপি।
বুধবার দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া অনশন চলবে বিকাল ৩টা পর্যন্ত।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লার সভাপতিত্বে সঞ্চালনা করেছেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।
বক্তব্য দেন বিএনপি নেতা আবদুস সত্তার খান, আবুল হোসেন প্যাদা, শাহাবুদ্দিন লাল্টু, হান্নান শরীফ, গিয়াস উদ্দিন দিপেন, বদিউজ্জামান মিন্টু, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিকলু প্রমুখ।
অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সদস্য সচিব আকতার হোসেন মেবুল। বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী রওনকুল ইসলাম রওনক, আবু নাসের মো. রহমত উল্লাহ ও আবুল হোসেন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের
সভাপতি মাহাবুবুল আলম পিন্টু, বিএনপি নেতা নুরুল আমিন, কোতোয়ালি বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, কৃষক দলের আহ্বায়ক এইচএম মহসিন ও সদস্য সচিব শফিউল আলম শাপ্রু, জেলা যুবদলের সহসভাপতি সালাউদ্দিন নাহিদ, হাফিজ আহম্মেদ বাবলু।
দুই দলের বক্তারা প্রায় একই সুরে বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকারের দুর্নীতির কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। তাই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। তবেই দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি কমবে।